জুমবাংলা ডেস্ক : এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ বরগুনার নিজ বাড়িতে পৌঁছেছে।
সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন হাদিসুরের বোন সানজিদা আক্তার।
সরেজমিনে দেখা যায়, হাদিসুরের মরদেহ আসার অপেক্ষায় তার বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। তার মরদেহবাহী ফ্রিজারভ্যান আসার সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।
মাঝে মাঝে মনে হয় মন্ত্রিত্ব থেকে বিদায় দিলেই বাঁচি: বাণিজ্যমন্ত্রী
আগামীকাল সকাল ১০টায় বাড়ি সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে তাকে।
এ বিষয়ে হাদিসুরের চাচা মাকসুদুর রহমান ফোরকান বলেন, ১০ টার দিকে হাদিসুরের মরদেহ বাড়িতে পৌঁছেছে। তার দাদা-দাদির কবরের পাশেই জায়গা নির্ধারণ করা হয়েছে। কাল জানাজা শেষে সেখানে দাফন করা হবে হাদিসুরকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।