নিজ হাতে বেসিন নিয়ে টুইটার সদর দপ্তরে ইলন মাস্ক (ভিডিও)

ইলন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটারের সদর দপ্তরে বেসিন হাতে ইলন মাস্কের হেঁটে বেড়ানোর একটি ভিডিও নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। নিজেই ভিডিওটি পোস্ট করে তিনি টুইটারের ভাগ্য নিয়ে জল্পনা উত্থাপন করেছেন।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগে টুইটার কেনার ঘোষণা দিয়ে তা থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিলেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। বিষয়টি আদালতে ওঠার উপক্রম হয়।

এই পদক্ষেপগুলো নিয়ে আদালতের বিচার শুরু হওয়ার আগেই ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পুরোনো চুক্তিতে ফেরেন ইলন মাস্ক।

এরপর সম্প্রতি টুইটার সদর দপ্তরে একটি বেসিন নিয়ে যান তিনি। সেই বেসিন নিয়ে হাঁটাহাটির ভিডিও নিজেই পোস্ট করে ইলন মাস্ক লিখেছেন, ‘টুইটার সদর দপ্তরে প্রবেশ করছি – এটি ডুবে যাক!’
ইলন
অন্যদিকে টুইটারে নিজ প্রোফাইলে পরিচয়ের ঘরে তিনি লিখেছেন ‘চিফ টুইট’।

মাস্ক বলেছেন সোশ্যাল মিডিয়া সাইটটিতে উল্লেখযোগ্য পরিবর্তন দরকার। তিনি যে টুইটার কর্মীদের বড় একটা অংশ ছাটাই করার পরিকল্পনা করছেন তা বেশ কিছু প্রতিবেদনও উঠে এসেছে।

বিবিসি জানায়, বুধবার টেসলা বস টুইটারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দপ্তরে নিজের অবস্থান তালিকাভুক্ত করেছিলেন।

উল্লেখ্য, এপ্রিল মাসে টুইটারকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়ার সিদ্ধান্ত নেন টেসলা ও স্পেস এক্স’র কর্ণধার ইলন মাস্ক। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সেই চুক্তিতে স্থগিতাদেশ জারি করেন।


সেই সময় তিনি জানান যে, টুইটারের স্প্যাম বট অ্যাকাউন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন। টুইটারের মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে, এই তথ্য প্রমাণ করতে পারলেই তবে টুইটার কেনার চুক্তি এগোনো হবে।

এবার বড় ধাক্কা খেলো গুগল-মাইক্রোসফট