স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলতে না পারছেন টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে নিজেকে আরো পরিণত করে আফগানিস্তান সিরিজে ফেরার আশা করছেন তিনি।
পিঠের ইনজুরিতে ভুগছেন সাইফউদ্দিন। এজন্য তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
দেশের ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও তাই সাইফউদ্দিনের দেখা মিললো মিরপুরে। নিজেকে ফিট করতে চলছে সব প্রচেষ্টা।
শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যাওয়া নিয়ে সাইফ বলেন, তামিমদের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে না পারায় খারাপ লাগছে। তবে এটা ভেবে কিছুটা স্বস্তি পাচ্ছেন যে শ্রীলঙ্কা সিরিজের পর বহুদিন খেলা নেই। ফলে সুস্থ হয়ে ফেরার জন্য যথেষ্ট সময় পাব। তাই যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে দলে ফেরাটাই এখন লক্ষ্য।
সাইফউদ্দিনের পুনর্বাসন প্রক্রিয়া ঈদের পরও চলবে। তবে আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার প্রত্যাশা এ অলরাউন্ডারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।