স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় এ ধরনের ট্রল বা মজা করা হয়। কেননা তিনি কখন দলে ডাক পান আর কখন দলের বাইরে যান কেউ বলতে পারে না। তাই তাকে নিয়ে সবাই ট্রল করে। কয়েকদিন ধরে এটা নিয়েই চারপাশে কথা চলছিলো। ইমরুল কায়েস নিজে এই ট্রল কিভাবে দেখেন। তবে ট্রল করে নয় ভালোবেসে কেউ ‘ব্রো’ বলে সম্বোধন করলেও খুশি হন। কিন্তু কেউ ট্রল রলে আফসোস লাগে।
ক্রিকেট সমর্থকদেরই অতি উৎসাহী কয়েকজনের মাধ্যমে নিয়মিতই চলে ক্রিকেটারদের নিয়ে এমন ঠাট্টা। একটা সময় ফর্মের সাথে লড়ছিলেন, এখন বেশ ছন্দে আছেন। তবুও ইমরুলকে নিয়ে অতি উৎসাহী সমর্থকদের ব্যাঙ্গ বা ‘ট্রল’ যেন থামবার নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের মত সক্রিয় প্লাটফর্মে এমন ঠাট্টা দেখে হতাশ হবেন যেকোনো ব্যক্তি। ব্যতিক্রম নন ইমরুলও।
তবে এতদিন এমন উপহাস বন্ধ করার আহ্বান জানালেও আজ (শুক্রবার) ঢাকার প্লাটুনের বিপক্ষে ম্যাচ জয়ের পর ইমরুল বলেন, ‘কেউ যদি আমাকে ইমরুল ব্রো ডেকে মজা পায় আমার কোন আফসোস নাই। আমাকে ভালোবেসে ডাকছে সমস্যা কী!’
ওয়ানডে ৩২, টেস্টে ২৪ অ্যাভারেজ হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইমরুল কায়সের ব্যাটিং গড় ৯ এর মত। এনিয়ে সমালোচনা কম হয় না। অথচ এবারের বিপিএলে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে রান বন্যা বইয়ে চলেছেন তিনি। প্রায় ৪০ এর মত অ্যাভারেজে ৭ ম্যাচে করেছেন ২৩৫ রান।
এমন পারফরম্যান্সের ফলে দীর্ঘদিন পর আবার টাইগারদের টি-টোয়েন্টি জার্সি ফিরে পাবেন কীনা? এই প্রসঙ্গে ইমরুল জানান, ‘ভাই দেখেন আমি বলবো না যে আমি টি-টোয়েন্টি খেলবো, এই করবো ওই করবো এসব আমি বলতে চাইনা। একজন ক্রিকেটার হিসেবে আমি যেখানেই খেলি, জাতীয় দল, বিপিএল, প্রিমিয়ার লিগ সব জায়গায় রান করার চেষ্টা করি। কখনো সফল হই কখনো হইনা। একজন ক্রিকেটারের সবসময় ভালো যায়না।’
‘আমি আসলে ওইভাবে চিন্তা করছিনা যে এখানে ভালো করলে জাতীয় দলে সুযোগ পাবো। আমি আমার কাজটা করে যাই, এরপর টিম ম্যানেজমেন্ট যদি মনে করে উনারা যদি ভাবে এখন আমাকে দিয়ে হবে তখন নিলে নিবে নাহয় আমার কোন সমস্যা নাই।’ সাথে যোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।