আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে বাবার হাতে ‘বন্দি’ দাবি করে মুক্তি চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী লতিফা। তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম। বাথরুমে মোবাইল ফোনে ধারণ করা এমন একটি গোপন ভিডিও মঙ্গলবার প্রচার করেছে বিবিসি।
মঙ্গলবার বিবিসি’র প্যানারোমা অনুষ্ঠানে রাজকুমারীর বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়। লতিফার অভিযোগ- একটি বাগানবাড়িতে তার বাবাই তাকে বন্দি করে রেখেছেন। বাড়িটির দরজা ও জানাজা খোলা যায় না। পুলিশ বাড়িটি পাহারা দেয়। ভিডিওতে তিনি জানান, নৌকায় পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু এর আগেই কমান্ডোরা তাকে আটক করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তার মুক্তির পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। ওই ঘটনা সেসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।