স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আর এই সঙ্কটের মধ্যে নিজেদের ক্যারিয়ারকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার দুই আন্তর্জাতিক আম্পায়ার, সাইমন ফ্রাই এবং জন ওয়ার্ড। ফ্রাই ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ও ওয়ার্ড ছিলেন ভিক্টোরিয়ার।
৫৩ বছর বয়সী ফ্রাই ক্যারিয়ারে ২০ মৌসুম আম্পায়ারিং করেছেন। ৭টি আন্তর্জাতিক টেস্ট, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৭৬টি সাদা বলের ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।
এছাড়া ১০০টি প্রথম শ্রেণির, ১৩০টি লিস্ট ‘এ’ এবং পুরুষদের ক্রিকেটে ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ফ্রাই। চারবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আম্পায়ার পুরস্কার জিতেছেন তিনি।
৫৭ বছর বয়সী ওয়ার্ড ক্যারিয়ারে ১৯ মৌসুম আম্পায়ারিং করেছেন। ৩২টি টেস্ট ম্যাচ, ৮৭টি প্রথম শ্রেণীর ম্যাচ, ৮৪টি লিষ্ট ‘এ’ এবং ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
গত মার্চে ব্লান্ডস্টোন অ্যারেনায় শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়ার ম্যাচে শেষবারের মতো আম্পয়ারিং করেছিলেন ফ্রাই ও ওয়ার্ড।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.