স্পোর্টস ডেস্ক: ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে কে বড়? ভিডিও গেম না স্ত্রী? সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সাক্ষী সিং ধোনির একটা ছবি ঘিরে এখন এই চর্চা।
যদিও সেই ছবি খানিকটা হতাশ করেছে মহিলাদের। কারণ ছবিতে দেখা গিয়েছে, বিছানায় গা এলিয়ে ভিডিও গেমে মগ্ন মাহি। ঘরে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত আছেন, সেদিকে খেয়াল নেই ধোনির। তাই নিজের উপস্থিত জানান দিতে জম্বি রূপে অবতীর্ণ সাক্ষী।
ইনস্টাগ্রামে রবিবার (১৯ এপ্রিল) একটা পারিবারিক ছবি শেয়ার করেছেন ধোনি-পত্নী। সেই ছবিতেই দেখা গিয়েছে, মাহির পায়ে কামড় বসাচ্ছেন তিনি। নিচে ক্যাপশনে লেখা, ভিডিও গেমস বনাম স্ত্রী!
এদিকে, শেষবার ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ২২ গজে দেখা গিয়েছিল এমএস ধোনিকে। তারপর প্রায় একবছর হতে চলল, অন্তরালে ভারতের অন্যতম সেরা অধিনায়ক।
গুঞ্জন চলতি বছরেই ২২ গজকে বিদায় জানাতে পারেন মাহি। আবার একাংশ বলছেন অস্ট্রেলিয়াতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপ, তাঁর কেরিয়ারের শেষ প্রতিযোগিতা। কিন্তু সত্যিটা কী, কবে সেই ‘মহেন্দ্রক্ষণ’ তা একমাত্র মাহিই জানেন।
যদিও, আইপিএল-২০২০-তে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রবল সম্ভাবনা ছিল তার। কিন্তু করোনা আবহে এখন বিশ বাঁও জলে সেই আয়োজন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.