স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি শখের অধিকাংশ গাড়িই বিক্রি করে দিয়েছেন। গাড়িগুলোকে ‘আবেগপূর্ণ কেনাকাটা’ অভিহিত করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক।
‘বেশিরভাগ গাড়ি যেগুলো আমি ব্যবহার করি তা শখের বসে কেনা, সেগুলো আমি খুব কমই চালাই বা ভ্রমণ করি। একটা সময় পর মনে হয়েছে এগুলো অর্থহীন, আমি সিদ্ধান্ত নিয়ে অধিকাংশ গাড়ি বিক্রি করে দিয়েছি। এখন যেগুলো আমাদের দরকার সেগুলো ব্যবহার করি, যেটা পরিণত মানসিকতার একটি অংশ।’
কোহলি ক্রিকেট নিয়েও কথা বলেছেন ওই পোস্টে, ‘আমি সবসময় দুটি কথা বলি, শচীন টেন্ডুলকার এবং স্যার ভিভ রিচার্ডস ক্রিকেটে সর্বকালের সেরা। শচীন আমার আদর্শ। তাদের সময়ে এ দুজন ব্যাটিংয়ে অভ্যুত্থান ঘটিয়েছেন এবং ক্রিকেটকে গতিশীল করেছেন। এজন্য আমার মনে হয় তারা দুজন সেরা।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএল শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, ২ এপ্রিল। দলটির অন্যতম তারকা সদস্য বিরাট কোহলি।
https://inews.zoombangla.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।