স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আট ম্যাচ খেলে এক উইকেট। এরপরে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না। মাঝে দীর্ঘ বিরতি। বাংলাদেশও আর ওয়ানডে খেলেনি। প্রায় আট মাস পর অবসর নিয়ে নানা নাটকীয়কতার পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাশরাফিকে অধিনায়ক করে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার নেতৃত্বে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে একপেশে হলেও দ্বিতীয় ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয়েছে মাশরাফি বাহিনীর। আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে মাত্র চার রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।
দুটি ম্যাচেই উইকেট পেয়েছেন অধিনায়ক মাশরাফি। প্রথম ম্যাচে ৬ ওভার ১ বল করে ৩৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে কোটা শেষ করেছেন ওভারের। ১০ ওভার বোলিং করে ৫২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। প্রথম ম্যাচে চার ওভার কম বল করে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে তার বোলিং ভালো হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শেষ ম্যাচ থেকে আজকের ম্যাচে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। ধারবাহিকভাবে একই জায়গায় বল করা, এটা শেষ ম্যাচ থেকে এই ম্যাচে ভালোভাবে করেছি। আমি মনে করি শেষ ম্যাচ থেকে এটা (পারফরমেন্স) ভালো ছিল।’
প্রথম ওয়ানডেতে দুই উইকেট নিয়ে অনন্য মাইলফলক অর্জন করেন মাশরাফি। ওয়ানডের ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ উইকেট শিকার করেন তিনি। ইমরান খান, ওয়াসিম আকরাম, শন পোলক ও জেসন হোল্ডারের পর পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন মাশরাফি।
মাইলফলক নিয়ে মাশরাফি তেমন আগ্রহ দেখাননি। ‘মাইলফলকতো মাইলফলকই, এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই-’এভাবেই বলছিলেন মাশরাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।