স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদা। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন নিজের গোপন অনেক তথ্য।
রাবাদার কাছে জানতে চাওয়া হয়, কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন এবং কাকে দেখলে নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রেরণা খুঁজে পান। জবাবে প্রোটিয়া পেসার বলেন, ‘আপনি যদি ওয়ানডে ক্রিকেটের দিকে তাকান, তখন আমি বলবো বিরাট কোহলি হচ্ছেন খুবই ধারাবাহিক। টেস্ট ক্রিকেটেও তাই।’
২০১৯ বিশ্বকাপে দারুণ ভরাডুবি ঘটেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এ কারণে আগামী দিনের জন্য নিজের লক্ষ্য স্থির করছেন রাবাদা। তিনি বলেন, ‘আমার খেলার কিছু ব্যাপারে নজর দিতে হবে। তাহলে আরও ভাল খেলতে পারব। বিশ্বকাপ জিততে পারলে তা দারুণ হবে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৩টি টেস্ট থেকে রাবাদা নিয়েছেন ১৯৭টি উইকেট। ৭৫টি ওয়ানডে থেকে ১১৭টি উইকেট নেন। ২৪টি টি-টোয়েন্টি থেকে নিয়েছেন ৩০টি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।