স্পোর্টস ডেস্ক : বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন বিরাট কোহলি। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চলতি আসরে অংশগ্রহণ করতে কোহলিদের এই সফর। রয়্যাল চ্যালেঞ্জারর্স ব্যাঙ্গালুরু দলের সঙ্গে না গিয়ে বিশেষ চাটার্ড বিমানে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন তিনি। দুবাইয়ে অবতরণের পর সোমবারই দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন আরসিবির কাপ্তান বিরাট। বৈঠকে সতীর্থদের সতর্কবার্তা দিয়েছেন তিনি।
বিরাট কোহলি বলেন, ‘আমি মনে করি, আমাদের যে কারও একটি ভুল পুরো টুর্নামেন্টকে নষ্ট করতে পারে। আমাদের মধ্যে কেউই এটি করতে চায় না।’
এবারের আইপিএলে কর্তৃপক্ষের দেয়া প্রোটোকলগুলোকে কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
বিরাট বলেন, ‘প্রথম দিনের প্র্যাকটিসের জন্য আমরা মুখিয়ে আছি। আর এটাও মাথায় রাখছি প্রথম দিন থেকেই আমরা দলের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি গড়ে তুলব। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করব।’
আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ২০২০ আইপিএল। ৫৩ দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে আমিরাতের তিনটি শহর আবুধাবি, শারজা ও দুবাইয়ে বসবে। ১০ নভেম্বর ফাইনালের মাধ্যমে সমাপ্তি হবে ১৩তম আইপিএলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।