স্পোর্টস ডেস্ক : ক্রীড়াবিদদের জীবনী নিয়ে সিনেমা বাংলাদেশে এখনও শুরু হয়নি সেই চল। এখনও কোন ক্রিকেটার বা ফুটবলার বা অন্য কোন খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা বানায়নি ঢালিউড। তবে যেহেতু বর্তমানে ক্রিকেটই দেশের এক নম্বর খেলোয়াড়, তাই অনেকেরই আশা ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মর্তুজার জীবনী নিয়ে হয়তো বায়োপিক হতেও পারে।
আর যদি সত্যিই তাই হয়, তাহলে এই বায়োপিকে মাশরাফির চরিত্রটি পালন করবেন কে? এ নিয়ে নিশ্চয়ই ভক্ত-সমর্থকদের মধ্যে চলবে তুমুল আলোচনা, কথা কাটাকাটি। প্রযোজকরাও পড়ে যাবেন চিন্তায়। এসব দূরতম সময়ের ভাবনা।
তবে সত্যিই যদি মাশরাফীর বায়োপিক হয়, তাহলে নায়ক নিয়ে চিন্তা করতে হবে না কাউকে। কেননা মাশরাফী নিজেই জানিয়েছেন, কাকে চান নিজের বায়োপিকের নায়ক হিসেবে। সেটি বিদেশি কেউ নয়, বাংলাদেশেরই একজন।
বুধবার রাতে দেশের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে করা এক লাইভে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়, তার জীবন নিয়ে সিনেমা করা হলে, নায়ক হিসেবে কাকে চাইবেন?
মাশরাফী জানিয়েছেন, তার নিজের জীবন নিয়ে সিনেমা করা হলে, তিনি নায়ক হিসেবে চাইবেন আরেফিন শুভকে। মাশরাফি বলেছেন, ‘মাশরাফির জীবন নিয়ে সিনেমা…. আমার বাংলাদেশের আরেফিন শুভকে ভালো লাগে। স্মার্ট খুব, হয়তোবা আরেফিন শুভ…।’
এসময় তাকে আরও জিজ্ঞেস করা হয়, ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যেকোন একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? মাশরাফির চতুর জবাব, ‘মাশরাফিউডের ঘরের বউ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।