স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের শেষ মৌসুমে ‘কাশ্মীর’ দলকে নেতৃত্ব দিতে চান শহীদ আফ্রিদি। এমন ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা এ অলরাউন্ডার।
সম্প্রতি সাবেক এই পাকিস্তানি অধিনায়ক জানান, নিজের শেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ‘কাশ্মীর’ নামে কোনও দলকে নেতৃত্ব দিতে চান তিনি।
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এ নিয়ে আবেদনও জানিয়েছেন আফ্রিদি। আগামী মৌসুমে পিএসএলে কাশ্মীর নামে নতুন দল অন্তর্ভুক্ত করার তীব্র দাবি তুলেছেন তিনি।
শুধু তাই নয়, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ক্রিকেট একাডেমি ও স্টেডিয়াম দেখতে চান আফ্রিদি। এজন্য পিসিবির কাছে আর্জি জানিয়েছেন তিনি। প্রয়োজনে করাচি থেকে নিজে সেখানে গিয়ে সেই একাডেমির সুযোগ-সুবিধা খতিয়ে দেখবেন।
সাবেক পাক অলরাউন্ডার বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ১২৫টি ক্রিকেট ক্লাব রয়েছে। তাদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হোক। সেখান থেকে ক্রিকেটারদের বাছাই করে করাচি নিয়ে আসা হোক। তাদের পরিচর্যায় যা যা করার দরকার সব করব আমি। তারা আমার সঙ্গে থাকতে পারবে, অনুশীলন করতে পারবে। ওদের শিক্ষার ব্যবস্থাও করে দেব আমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।