নিজের সঙ্গে নিজের প্রেম-বিয়ে! এবার হানিমুনে যাচ্ছেন সেই তরুণী

ক্ষমা

বিনোদন ডেস্ক: নিজেকে ভালোবাসেন। নিজের জন্যই বাঁচেন। বিয়েও করেছেন নিজেকেই। এ বারে ভারতের গুজরাটের ক্ষমা বিন্দু নিজের সঙ্গে সময় কাটাতে পাড়ি দিচ্ছেন গোয়ায়। সেটাই তাঁর হানিমুন ডেস্টিনেশন। অগাস্টেই গোয়া যাবেন ২৪ বছরের নববিবাহিতা বধূ ক্ষমা।

৯ জুন বিয়ের পিঁড়িতে বসেন ক্ষমা। কিন্তু, কোনও পুরুষ বা মহিলার সঙ্গে নয়। ক্ষমা বিয়ে করেছেন নিজেকেই। কারণ সোলোগামি (Sologamy) করেছেন তিনি। উল্লেখ্য, ভারতে এই প্রথম কেউ এমন পদক্ষেপ নিয়েছেন।

গায়ে হলুদ, মেহেন্দি থেকে শুরু করে সব প্রথাই ক্ষমার বাড়িতে পালন করেছেন সকলে। ইন্সটাগ্রামে সেই ছবিও শেয়ার করেছেন ক্ষমা বিন্দু। তা ভাইরাল হয়েছে হু হু করে।
ক্ষমা
এবারে ক্ষমা হানিমুনে যাচ্ছেন। তরুণী জানিয়েছেন, “প্রত্যেকেরই হানিমুন নিয়ে একটা উন্মাদনা থাকে। আমারও রয়েছে। ৭ অগাস্ট গোয়া যাব হানিমুনের সারতে। সেখানে কাটানো সব মুহূর্ত মোবাইলে বন্দি করে রাখব।”

শুধু হানিমুন নয়। ১০ অগাস্ট ক্ষমার জন্মদিন। ফলে ডবল সেলিব্রেশন। তাই সেভাবেই প্ল্যান করেছেন। থাকবেন আরামবোল বিচে। গোয়া তাঁর খুব পছন্দের জায়গা ফলে, নানা রকমভাবে সেই জায়গাটা ঘুরতে চান তিনি।

তবে তাঁর হানিমুনের কথা শুনে কে কী বলবে, আর তার কী উত্তর তিনি দেবেন তা ইতিমধ্যের ঠিক করে ফেলেছেন ভাদোদরার এই তরুণী। কোনও ইতস্তত না করে কেন তিনি সোলোগ্যামি বেছে নিলেন তিনি, তা বুঝিয়ে বলতে প্রস্তুত ক্ষমা।

সূত্র: নিউজ ১৮

বুকের ঘাম বিক্রি করে কোটিপতি অভিনেত্রী!