Advertisement
স্পোর্টস ডেস্ক : নিজের সবচেয়ে পছন্দের জায়গা ছেড়ে দিলেন মুশফিক। নানা আলোচনায় মুশফিক বারবার জানিয়েছেন, উইকেটকিপিং করা তাঁর সবচেয়ে প্রিয় কাজ। এটা নাকি তাকে পিচের অবস্থা বুঝতে সহায়তা করে। তবে এবারের ভারতে সফরের দুই টেস্টে আর উইকেটের পেছনে দাঁড়াবেন না মুশফিক। তিনি নাকি নিজে থেকে কিপিং ছাড়ার কথা বলেছেন জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোকে। অন্তত কোচ রাসেল ডমিঙ্গো এমনটাই দাবি করছেন।
ডমিঙ্গো জানিয়েছেন, শ্রীলংকা সফরে থাকাকালীন সময়েই নাকি মুশফিক বলেছেন আর তিনি টেস্টে কিপিং করবেন না। এর বদলে নিজের ব্যাটিং এ বাড়তি মনোযোগ দেবেন।
এর আগে কয়েকবার মুশফিককে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে কিপিং থেকে সরে দাঁড়াতে হয়েছিল। এতে মনখারাপও করেছিলেন মুশফিক। এবার তিনি নিজে থেকেই কিপিং ছেড়ে দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।