নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ধর্মীয় চর্চায় নিয়মিত অংশগ্রহণ এবং নৈতিকতা গঠনে উৎসাহ দিতে তিন কিশোরকে দেওয়া হয়েছে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। স্পেসজিরো লিমিটেড কোম্পানির প্রধান প্রকৌশলী মো. ইউসুফ আলীর পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় মসজিদ-মাদ্রাসা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী প্রধান। সঞ্চালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব মো. ইউসুফ আলী প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউসুফ আলী বলেন, “শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হবে।
স্থানীয়রা জানান, নামাজে অংশগ্রহণে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তারা ধর্মীয় মূল্যবোধ শেখার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।
পুরস্কারপ্রাপ্ত কিশোরদের চোখে-মুখে ছিল আনন্দ ও গর্বের ঝলক। এমন স্বীকৃতি তাদের আরও উৎসাহী করবে এমনটাই মনে করছেন অভিভাবকরা।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন উদ্যোগ শুধু একটি এলাকার নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।