নির্জন বিলে অসুস্থ মাকে রেখে গেল সন্তান, অতঃপর…
জুমবাংলা ডেস্ক : কঙ্কালসার শরীর, ডান চোখের ওপরে মাথার একাংশসহ বড় টিউমার। লালচে হয়ে যাওয়া মাংসপিণ্ডের মতো ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মুখের ভাষাও অস্পষ্ট। বয়স প্রায় ৯০।
স্থানীয় সূত্র জানায়, বিলটির অবস্থান ওই ইউনিয়নের উত্তর মুশল্লী এলাকায়।
এরপর নান্দাইল থানার উপপরিদর্শক মো. রুবেল হোসেন একটি দল নিয়ে আধমরা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
নারীকে জিজ্ঞাস করলে তিনি জানান, তার নাম দোলেনা বেগম। বাড়ি হাজীবাড়ি বলে জানান। তার ছেলে তাকে তিন দিন আগে চোখ-মুখ ঢেকে এখানে ফেলে রেখে যায়। আসবে বলে পরে আর আসেনি।
এ বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক মো. রুবেল হোসেন বলেন, ‘এ ঘটনা দেখে ও বৃদ্ধার কাছ থেকে শুনে হতবাক হয়ে গিয়েছি। এ রকম ঘটনা বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল।’ পরে বৃদ্ধার শরীরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
বর্তমানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারীকে দেখছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম। তিনি জানান, বয়সের ভারে নানা রোগে আক্রান্ত হয়ে ওই নারী এমনিতেই গুরুতর অসুস্থ। এর মধ্যে খাওয়াদাওয়া না করায় প্রেসার কমে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে। এখন তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।