স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল মুস্তাফিজুর রহমানের। পেয়েছিলেন ‘কাটার মাস্টার’, ‘দ্য ফিজ’ ইত্যাদি স্বীকৃতি। পুরো বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ে। বিশ্বের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজকে নিয়ে টানাটানি পড়ে যেত। সেই মুস্তাফিজ এখন মুদ্রার উল্টোপিঠ দেখছেন। দুনিয়াজোড়া খ্যাতি তো পরের কথা, জাতীয় দলে সুযোগ পাওয়াই এখন তার জন্য কঠিন! বসে থাকতে হয় সাইডবেঞ্চে। তাকে নিয়ে নির্বাচকেরা নেতিবাচক মন্তব্য করেন। চারদিক থেকে ধেয়ে আসে সমালোচনা। এই কঠিন দুঃসময়ে দ্য ফিজের পাশে দাঁড়ালেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চলতি বিপিএল খুব বাজেভাবে শুরু করে মুস্তাফিজ এখন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারী। ১২ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। ইকনোমি একটু বেশি ৭.০১। আজ বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি নির্বাচকদের কঠোর সমালোচনা করেন। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার কিছুদিন আগে প্রকাশ্যে মুস্তাফিজের সমালোচনা করে বলেছিলেন, ‘মুস্তাফিজ এক বছর ধরে মিসিং! সে একটু বেশি অনুমেয় হয়ে যাচ্ছে। এটাই আমার চিন্তা। ব্যাটসম্যানরা ওকে পড়ে ফেলছে যে সে কী করতে যাচ্ছে।’ মাশরাফির বক্তব্য হলো, মুস্তাফিজের যত্ন নেওয়া উচিত।
নাম উল্লেখ না করে ম্যাশ বলেন, ‘মুস্তাফিজের যত্ন নেওয়া খুবই জরুরি। খারাপ করলে আপনারা সংবাদমাধ্যম কিংবা দর্শকেরা সমালোচনা করতেই পারেন। কিন্তু আমি যখন মুস্তাফিজের দায়িত্বে আছি তখন তাকে নিয়ে কেন সাংবাদিকদের সামনে সমালোচনা করব? আমি বরং তাকে আগলে রাখব। বাংলাদেশে মুস্তাফিজের অর্ধেক যদি থাকে, দেখান। সে বিশ্বকাপে ২১ উইকেট (২০ উইকেট) পেয়ে এসেছে। হ্যাঁ, সেখানে ওর ইকোনমি রেট কিংবা অনেক কিছু নিয়ে প্রশ্ন থাকতে পারে। এ জিনিসটা ঠিক করার নিশ্চয়ই পদ্ধতি আছে। পৃথিবীর অনেক খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলে। তারা ফিরেও আসে। আমাদের দেশে কেন হচ্ছে না? মুস্তাফিজকে নিয়ে যারা কাজ করছে তারা মাঠে সাংবাদিকদের ভাষায় কথা বলছে। তাদের সেই নিজস্ব চিন্তাভাবনা কই যে মুস্তাফিজকে ঠিক করবে।’
বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিরা যখন কোনো খেলোয়াড়ের সমালোচনা করেন, তখন সেই খেলোয়াড়ের মনে বিরূপ প্রভাব পড়ে। এই বিষয়টি তুলে ধরে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আপনাদের সামনে সমালোচনা করে পরের দিন সকালে মাঠে আবার তাকেই নিয়ে কাজ করতে যাচ্ছি। মুস্তাফিজ কি মানুষ না? মনের সমস্যাটা সে ওই মানুষের সঙ্গে আবার কীভাবে শেয়ার করবে? ২৪ ঘণ্টা আগে মুস্তাফিজকে নিয়ে আপনি সমালোচনা করে এসেছেন। খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করার দরকার আছে, যেটা করতে দেখি না। এবার বিপিএলে যে বোলাররা ছন্দে আছে তারা আরও দুই ধাপে কীভাবে এগিয়ে যেতে পারে সেটি নিয়ে কাজ করা উচিত। সবার মতো তারাও যদি স্রোতে গা ভাসান, তাহলে বাংলাদেশের ক্রিকেট এভাবেই চলতে থাকবে…।’
মুস্তাফিজকে নিয়ে যেভাবে প্রকাশ্যে সমালোচনা হচ্ছে, সেটা মাশরাফির ক্ষেত্রে হয়েছে গোপনে। তার সামনে কেউ এসে নেতিবাচক কথা বলেনি। এজন্য তিনি পায়ে সাত অপারেশন নিয়ে হয়ে উঠেছেন দেশের সেরা পেসার। মাশরাফির বক্তব্য, ‘আমার ক্ষেত্রে (সমালোচনা) এরকম হয়নি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা অগোচরে। মুস্তাফিজেরটা সবার সামনে। আপনারা পারফরম্যান্স বিশ্লেষণ করছেন, সেটা ঠিক আছে, আপনাদের কাজই এটা। দর্শকদের সমালোচনাও ঠিক আছে। তারা চাইবে আমরা যেন ভালো খেলি, না হলে সমালোচনা করবে। কিন্তু মুস্তাফিজের সঙ্গে যখন কাজ করছি, তখন আমার কাজ তাকে ঠিক করিয়ে আনা। যখন সমালোচনা করছি, তখন আমিই তো আমার দায়িত্ব পালন না করে সমালোচিত হতে পারি!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।