স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর সব ফরমেটের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট তিনটি ফরমেটেরই অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিত শর্মা ভারতের পূর্ণ সময়ের
অধিনায়ক হলেও গত কয়েক মাসে সাতজন অধিনায়ক পরিবর্তন করতে হয়েছে ভারতীয় দলকে। নির্বাচকরা যেভাবে ভারতের অধিনায়ক পরিবর্তন করছে। অর্থাৎ এত ঘনঘন অধিনায়ক পরিবর্তন একেবারেই পছন্দ নয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির।
জন্মদিন বেশ ভালো ভাবেই কাটাচ্ছিলেন মহারাজ, হঠাৎই তাকে প্রশ্ন করা হয় ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে যেখানে তাকে বিরক্তিকর উত্তর দিতে শোনা গেলো। বেশ কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিত্তমিয়মিত বিশ্রাম নিচ্ছেন তিনি। সেই বিষয়ে বেশ রেগেই আছেন সৌরভ।
তাঁর মতে, এতে ছন্দ নষ্ট হয়। বলেছেন, “অল্প সময়ে সাত অধিনায়কের ভাবনা মোটেই আদর্শ নয়। তবে কিছু কারণেই এটা করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকায় রোহিতের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
তার আগেই চোট পেয়ে গেল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার রাহুল চোট পেল। ইংল্যান্ডে রোহিত কোভিডে আক্রান্ত হল। এ সব ক্ষেত্রে কাউকে দোষারোপ করা যায় না।”
শ্রীলংকা সিরিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্রাম আবার আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ও বিশ্রামে থাকবেন কোহলি।চলতি সিরিজের ৫ম টেস্টে রোহিত কোভিড-১৯ আক্রান্ত হওয়ার জন্যই বুমরাহ কে অধিনায়কত্ব করতে হয়েছিল।কিন্তু সুস্থ হয়েই আবার দলের নেতৃত্ব দিতে পস্তুত হয়ে উঠেছেন হিটম্যান।
যদিও সৌরভকে সরাসরি কারোর নাম নিয়ে কোনো কথাই বলেননি।তবে তার কথার ভাঁজেই বোঝা যায় তিনি কথাগুলি কাকে ইঙ্গিত করে বলেছেন। তিনি তার খেলার জীবনের প্রসঙ্গ টেনে এনেও দিয়েছেন অনেক উধাহরন।
এক কথায় তিনি রোহিত – বিরাটের বিশ্রামের ঘটনা ভালো মনে গ্রহণ করেননি ।বলেছেন, “সারা জীবন আমি একটা জিনিসে বিশ্বাস করে এসেছি। যত বেশি খেলব, তত ভাল ছন্দে থাকব এবং ফিট হয়ে উঠব। এই পর্যায়ে বেশি ম্যাচ খেলা দরকার। বেশি ম্যাচ খেললে শরীরও শক্তিশালী হয়ে উঠবে।”
সৌরভ মনে করেন, আইপিএলের কারণে আগামী আরও অনেক প্রতিভা উঠে আসবে। বলেছেন, “আইপিএল থেকে ভাল ভাল ক্রিকেটার উঠে আসার পরিমাণ আগামী দিনে আরও অনেক বাড়বে। আমাদের দেশে কত প্রতিভা ছড়িয়ে রয়েছে সেটা আইপিএল দেখিয়ে দিয়েছে। সাদা এবং লাল বলের দলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে কত ক্রিকেটার উঠে এসেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।