এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে- এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচরুখী আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষি বীমা। আল মোহাইমিনুল খানের রিপোর্টে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। তাই দলের রীতি মেনে সিলেটের পূণ্যভূমি থেকে প্রচার শুরুর পর, বৃহস্পতিবার সারা রাত ও শুক্রবার ভোর পর্যন্ত দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে প্রচারণা শুরুর পর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসমাবেশে অংশ নেন তারেক রহমান।
নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশাল জনসমুদ্রে তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরানো ষড়যন্ত্র। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি।
৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন—এই দুই অর্জনকে মিলিয়ে দেশ গড়ার ডাক দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গত ১৫ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হলেও, চব্বিশে রিকশাচালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে স্বাধীনতা রক্ষা করেছে।
এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে।
১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে—এমন আশাবাদ ব্যক্ত করে, নেতাকর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দেন তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


