বিনোদন ডেস্ক : আর ক’দিন পরেই ভারতের পাঞ্জাবে শুরু হতে যাচ্ছে নির্বাচন । সেখানে ‘রাজ্যের মুখ’ (স্টেট আইকন) হিসেবে নির্বাচন কমিশন বেছে নিয়েছিল বলিউড তারকা সোনু সুদকে। কিন্তু ভোটের ঠিক আগেই সেই গুরু দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আলোচিত এই অভিনেতা।
সনু জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনার পরই পাঞ্জাবের ‘স্টেট আইকন’ এর পদ ছাড়ছেন তিনি। কিন্তু কী কারণে সোনু এমন সিদ্ধান্ত নিলেন সেই জল্পনা এখন ডালপালা মেলেছে।
মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ইস্যু নিয়ে কদিন থেকে শিরোনামে পাঞ্জাব। ভোটের আগে সে রাজ্যে যেভাবে মোদির নিরাপত্তায় গাফিলতির ছবি উঠে এসেছে, তাতে তীব্র সমালোচিত সে রাজ্যের সরকার। এরপরই টুইট সোনু নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়ালেন।
তিনি টুইটে লিখেছেন, তিনি আর পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে থাকছেন না। যদিও মোদির নিরাপত্তার সঙ্গে তার সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য, কোভিডের সময় থেকেই সোনু ভারতীয়দের কাছে ‘হিরো’। পর্দায় যতই খলনায়কের চরিত্র করুন না কেন, সোনু যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাতে বহু মানুষের চোখেই তিনি নায়ক হয়ে উঠেছেন। প্রথমে জানিয়েছিলেন, রাজনীতিতে তাঁর কোনও উৎসাহ নেই। কিন্তু পরে আম আদমি পার্টির সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে। এর মধ্যেই নির্বাচন কমিশনে পাঞ্জাবের ‘স্টেট আইকন’ হিসাবে নির্বাচিত হন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।