ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “তারা অভ্যুত্থানকে ব্ল্যাকমেল করতে চায়।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি এসব মন্তব্য করেন। এ সময় তিনি মাথাল মার্কায় ভোটের আবেদন জানান।
তিনি বলেন, “অভ্যুত্থান রায় দিয়েছে, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, তাদের বিচার করতে হবে। এই দেশে আর কেউ ফ্যাসিবাদী বা জমিদারতন্ত্র কায়েম করতে পারবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন দরকার।”
জোনায়েদ সাকি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। “ফ্যাসিস্টরা যেভাবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে, আমরা নতুন বাংলাদেশের সেই পথ অনুসরণ করব না। জনগণের ঐক্য থাকলেই গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা সম্ভব।”
তিনি রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “সব মানুষের মর্যাদা নিশ্চিত করে, নারী-পুরুষ, ধর্ম-জাতি নির্বিশেষে ঐক্য তৈরি করতে হবে। জনগণ যুগপৎ আন্দোলনের লড়াইকে বিজয়ী করে আগামী সরকারের দিকনির্দেশনা নির্ধারণ করবে। বিজয়ী হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেক। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জিয়া উদ্দিন এবং উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


