
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- ওমাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।
শনিবার উৎসবমুখর পরিবেশে বিএফডিসির পরিচালক সমিতির সামনে এক নম্বর ফ্লোরে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময়ে ভোট দিতে আসেন চিত্রনায়িকা রোজিনা, মৌসুমীসহ অনেকেই। কিন্তু এ বছরের ভোটেও দেখা যায়নি ডিপজল, পপির মতো বড় তারকাদের। পরে মধ্যরাতে ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদসের নির্বাচন পরিচালনা বোর্ড কাজ করে।
বিজয়ী সভাপতি ওমর সানী বলেন, ‘যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


