আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো এলাকায় ভোটগ্রহণে বেশি অনিয়ম দেখা দিলে নির্বাচন কমিশন চাইলে পুরো এলাকার ভোট বাতিল করতে পারবে। এই ক্ষমতার বিধান দেওয়া হয়েছে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ, জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “আগের আইনে কোনো নির্বাচনী কেন্দ্রে ভোটকেন্দ্রের গণ্ডগোল হলে কেবল সেই কেন্দ্রে ভোট বাতিল করার বিধান ছিল। কিন্তু নতুন আদেশে নির্বাচন কমিশন যদি মনে করে, কোনো নির্বাচনী এলাকায় এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো এলাকার ভোট বাতিল করা উচিত, তাহলে কমিশন তা করতে পারবে।”
আরও পড়ুনঃ সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, ২৯ বছর পর জবানবন্দি আলোচনায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



