জুমবাংলা ডেস্ক : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি। অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। নুর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা এই সরকারের কারণে ফাটল ধরেছে। সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ।’ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আমাদের নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, কারণ এই সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে।’ গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেয়া এখন সময়ের দাবি।
না হলে সংকট আরও বাড়বে। নির্বাচনী রোডম্যাপ ছাড়া স্বস্তি আসবে না।’ তিনি বলেন, ‘বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। তথাকথিত মানবিক করিডরের নামে খাল কেটে কুমির আনা যাবে না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ তুলে নুর বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের জন্য প্রয়োজনে আবার মাঠে নামবো।’ এ সময় এক সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানিয়ে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল দেয়ারও দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।