জুমবাংলা ডেস্ক : যারা নির্বাচনের দাবি জানাচ্ছে, সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না, তারা যেকোনোভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
তিনি বলেছেন, ‘নির্বাচিত সরকারগুলো বাংলাদেশ গণতন্ত্র দিতে পারিনি। নির্বাচিত সরকার বরাবরই ক্ষমতাকে কুক্ষিগত করে।’
মঙ্গলবার (২৭ মে) প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় সরোয়ার তুষার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সংস্কার এনসিপির এজেন্ডা না সংস্কার জাতীয় এজেন্ডা। সংস্কারই হলো আগামী নির্বাচনের বৈধতা। নির্বাচনের পরে সংস্কার হবে না। প্রয়োজনীয় সংস্কারগুলো এখনই করতে হবে।’
বিএনপিকে আহ্বান জানিয়ে তুষার বলেন, ‘আপনারা এমন কোন সিস্টেমের সমর্থন জানায়েন না যেটা দলের প্রধানেকে মৃত্যু শঙ্কায় ফেলে দেয়।’
তিনি বলেন, ‘উচ্চকক্ষ প্রণয়ন হলে ছোট মাঝারি দলগুলো সংসদে একটা প্রতিনিধিত্ব পাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।