শোবিজের দর্শকনন্দিত অভিনেতা নিলয় আলমগীর। ছোট-বড় দুই পর্দাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা। কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছেন নিলয়।
খবরটি প্রকাশ্যে আসতেই নানান মন্তব্যে ভরে গেছে অভিনেতার কমেন্টসবক্স। বিশেষ করে নেতিবাচক মন্তব্য যেন ঝড় তুলেছে নেটিজেনরা। এমনকি অভিনেতাকে নাটকও ছেড়ে দিতে বলেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে এসব দেখে চুপ থাকেননি অভিনেতাও। নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে নিলয় লিখেছেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।
অভিনেতা আরও লেখেন, আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।
বর্তমানে ছোট পর্দায় প্রভাব বেশি নিলয়ের। তার অভিনীত একটার পর একটা নাটক ট্রেন্ডিংয়েও থাকে। কাজের মাধ্যমে দর্শকদের মনও জয় করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয়। এরপর থেকিই ছোটপর্দার পর্দার নিয়মিত মুখ তিনি। পরবর্তীতে মাসুদ কায়নাত নির্মিত ‘বেইলি রোড’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় নিলয়ের। তবে নাটকেই বেশি সময় দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।