স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রায় তিনশোরও বেশি স্মারক নিলামে উঠেছে। প্রয়াত কোবি ব্রায়ান্ট থেকে শুরু করে রোনালদো পেলে, লেব্রন জেমসের মত তারকাদের ব্যবহার্য ক্রীড়া সামগ্রি চড়া দামে বিক্রির অপেক্ষায়।
কিছু নিলাম আজ রাতে বাকীগুলোর নিলাম অনুষ্ঠিত হবে শনিবার। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন অকশনস এসব ক্রীড়া শিল্পকর্ম নিলামে তুলেছে। তারকাদের মধ্যে কোবি ব্রায়ান্টের ব্যবহার্য সামগ্রী সর্বাধিক। এই বাস্কেটবল কিংবদন্তির অটোগ্রাফ সম্বলিত জার্সি, জুতো এবং বলসহ ৫০ টিরও বেশী স্মারক নিলামে উঠছে। অর্জিত অর্থের ৫ ভাগ যাবে ব্রায়ান্টের মাম্বাসিটা ফাউন্ডেশনে।
এছাড়া আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও রোনালদোর টি শার্ট এবং বুট। ২০০৮ বেইজিং অলিম্পিকের মেডাল, ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মেডাল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মেডালও আছে নিলামের তালিকায়। আর ১৯৭০ বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হাতে যে জুলে রিমে ট্রফি উঠেছিলো তার রেপ্লিকাও নিলামে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।