Advertisement

যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানাকে আটক করেছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
রাজু রানাকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



