জুমবাংলা ডেস্ক : ফরিদপুর সদরপুরে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করার অপরাধে ৯ গাড়ির চালককে ও সড়কের ওপর দোকানের বর্ধিত অংশ স্থাপন করায় ছয় ব্যবসায়ীকে ১৫৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (৩ নভেম্বর) সদরপুর বাসস্ট্যান্ড, স্টেডিয়াম মাঠ ও কৃষ্ণপুর স্ট্যান্ডসহ সদরপুর বাজার সংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে ৪ ব্যবসায়ী ও ১ ইজিবাইক চালককে চার হাজার ৫০০ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নেতৃত্বে আটটি ইজিবাইক এবং দুই ব্যবসায়ীর ১১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সদরপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, ‘যানজট নিরসন, নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এরপর যদি কেউ আইন অমান্য করে, তাহলে পরবর্তী সময়ে অভিযান জোরদার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।