স্পোর্টস ডেস্ক: দানুশকা গুনাথিলেকা, নিরোশান ডিকভেলা ও কুশল মেন্ডিস গত বছরে ইংল্যান্ড সফরে সুরক্ষা বলয় ভেঙ্গে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। চলতি বছরের শুরুতে তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। নিষেধাজ্ঞা কাটানোর পর এবার জাতীয় দলেও ফিরেছেন গুনাথিলেকা।
টপ অর্ডার এই ব্যাটসম্যানকে রেখেই অস্ট্রেলিয়া সফরের জন্য ২০ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে বেশ কয়েকমাসের দুর্দশা পার করে আবার মূলস্রোতে ফিরলেন তিনি।
গুনাথিলেকার আগেই ফিরেছেন মেন্ডিস। চলতি মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়েছিল তাকে। মেন্ডিস আছেন অস্ট্রেলিয়া সফরের দলেও। তবে এখনো কোন ফরম্যাটেই ডাক পাননি ডিকভেলা।
ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কনরা। এই সিরিজে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কাড়া পারফর্ম করা ভানুকা রাজাপাকসে। কদিন আগে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তিনি, আবার কদিন পর সিদ্ধান্ত বদলে ফিরেও আসেন। কিন্তু তার ফিটনেস ভালো মানের না থাকায় বিবেচনা করেননি নির্বাচকরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে আরও নেই ধনঞ্জয়া ডি সিলভা, কুসল পেরেরা ও আকিলা ধনঞ্জয়া। এরমধ্যে ধনঞ্জয়া ডি সিলভা আছেন পিতৃত্বকালীন ছুটিতে। বাকি দুজন পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন দল থেকে। তাদের বদলে নুয়ান থুশারা, জানিথ লিয়ানাগে, শিরান ফার্নান্দো ও কামিল মিশারার মতো তরুণরা প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
১১ ফেব্রুয়ারি সিডনিতে শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ব্রিসবেন, ক্যানেবেরা, অ্যাডিলেড ও মেলবোর্নে বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ১৩, ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আবিস্কা ফার্নান্দো, পাথুম নিসানকা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুনারত্নে, জানিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুশারা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রাভিন জয়াবিক্রমা, শিরান ফার্নান্দো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।