বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন মুকেশ আম্বানি। কোনো না কোনো কারণের জন্য প্রতিদিনই তাঁকে সংবাদ শিরোনামে দেখা যায়। তাঁর ব্যাপারে যতই বলা হোক না কেন সেটা অনেক কম হয়ে যাবে। এশিয়ার অন্যতম একজন ধনী ব্যাক্তি হওয়ার কারণে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের জীবন যাপন কতটা বিলাস বহুল হতে পারে তা আমাদের ধারণার বাইরে।
জানিয়ে রাখি নীতা আম্বানি নিজেও একজন সফল ব্যবসায়ী মহিলা। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের মালিকও তিনি। মুম্বাইয়ের অন্যতম দামি প্রাসাদে তিনি থাকেন। জানলে অবাক হবেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানির বিলাসিতার কথা। নিতা আম্বানি যে স্মার্ট ফোন ব্যবহার করেন তার দামে একটা বড় বিলাসবহুল প্রাসাদ কিনে নেওয়া যাবে।
নীতা আম্বানি ব্যবহার করা ফোনের দাম শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। ভারতীয় ৩১১ কোটি টাকা অর্থাৎ ৪৮.৫ মিলিয়ন ডলার, মোবাইলটির নাম Falcon supernova iphone। এই মডেল 2014 সালে লঞ্চ করে।
ভাবছেন কি এমন আছে এই স্মার্ট ফোনে?
এই ফোনের সম্পূর্ণ বডি 24 ক্যারেট সোনা এবং গোলাপী সোনা দিয়ে তৈরি এবং এই মডেলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি একটি সীমিত সংস্করণ। সঙ্গে এর পেছনে একটি গোলাপি রঙের হীরাও বসানো হয়েছে। এই মোবাইলটি যতটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, তার নিরাপত্তারও যত্ন নেওয়া হয়েছে। এই মোবাইলটি বেশ সুরক্ষিত এবং এর অ্যাক্সেস শুধুমাত্র নীতা আম্বানির কাছেই রয়েছে। জানা যায়, কেউ এটি হ্যাক করতে পারবে না।
নীতা আম্বানি তাঁর স্মার্ট ফোনের জন্য এর আগেও বিখ্যাত হয়েছিলেন। ভারতে দামি স্মার্ট ফোন ব্যবহারের তালিকায় তাঁর নামও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।