স্পোর্টস ডেস্ক: করোনার জন্য এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন প্রশ্নের মুখে। আর আইপিএলের অনিশ্চয়তায় প্রশ্নের মুখে পড়ে গেল মহেন্দ্র সিং ধোনির জাতীয় দলে ফেরার বিষয়টিও। এই পরিস্থিতি চললে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির শরীরে জাতীয় দলের জার্সি কি ফের উঠবে? এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
কেন এই জল্পনা? কারণ বোর্ডের নতুন নির্বাচক কমিটির প্রধান সুনীল যোশি জানিয়ে দিয়েছেন, ধোনিকে জাতীয় দলে ফিরতে হলে আইপিএলে ভালো পারফরম্যান্স করতে হবে। সেই নিরিখেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদি আইপিএল না হয় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কি ধোনি জাতীয় দলে আর জায়গা পাবেন?
২০১৯ সালে জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে ধোনি শেষবার জাতীয় দলের জার্সি গায়ে বাইশ গজে নেমেছিলেন। এরপর ভারতের হয়ে খেলেননি একটি ম্যাচও। প্রায় আট মাস পর চলতি বছরের আইপিএলে ফের বাইশ গজে প্রত্যাবর্তনের সম্ভাবনা ছিল ধোনির।
চেন্নাইয়ের জার্সি গায়ে অনুশীলনও শুরু করেছিলেন সাবেক ভারত অধিনায়ক। কিন্তু এর পরই করোনার প্রকোপ বাড়তে থাকায় অনিশ্চিত হয়ে পড়ে এবারের আইপিএ্লের ভবিষ্যত। ফলে অনিশ্চিত হয়ে পড়ল ধোনির জাতীয় দলে ফেরা।
এমনিতেই ধোনির অবসর জল্পনা ছিলই। তার উপর আইপিএল বাতিল হলে ধোনির নীল জার্সি গায়ে ফেরা কি আর সম্ভব হবে! আইপিএল না হলে কি ধোনি এই বছরেই অবসর নেবেন? এমনই অনেক প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেট সার্কিটে ঘোরাফেরা করছে।
তবে অবসর জল্পনায় এবার সাবেক ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। জাতীয় দলের প্রধান কোচ শাস্ত্রী বলেছেন, ধোনির মধ্যে এখনও ভারতীয় দলকে দেওয়ার মতো অনেক উপাদান আছে। তারপরও ওর অবসর নিয়ে চারপাশে এত প্রশ্ন কেন উঠছে জানি না। ধোনিকে জোর করে অবসরের দিকে ঠেলে না দেওয়ার অনুরোধ করেছেন রবি শাস্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।