জুমবাংলা ডেস্ক : রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাহাকার করছে বই দোকানিরা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো বিভিন্ন জায়গায় ধোয়া উড়ছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ইতিমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনো আগুন ছড়ায়নি সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন। অনেক দোকান মালিককে সর্বস্বান্ত হয়ে চিৎকার করে কাঁদতে দেখা গেছে।
সোহেলে লাইব্রেরির কর্ণধার সোহেল বলেন, আমি শেষ। আমার দোকানের সব বই শেষ হয়ে গেছে!
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দশটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
এদিকে ঘটনাস্থলে ভিড় করেছে প্রচুর উৎসুক মানুষ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে হাজির হয়েছে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।