নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-চিলাহাটি রেলপথের তরুনীবাড়ি রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে সবুজ রায় (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement
মঙ্গলবার দুপরে এই ঘটনা ঘটে। নিহত সবুজ চওড়া বড়গাছা ইউনিয়নের তৃপ্তিপাড়া এলাকার রমানাথ রায়ের ছেলে।
পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানান, দুপরে নীলফামারী থেকে চিলাহাটিগামী তীতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি পুলিশ থানার উপ-সহকারী পরিদর্শক মাসুদ রানা জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


