Advertisement
জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে র্যাবের ২ সদস্যসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার বিকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন কােনো শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে জেলা সদর উপজেলায় ৬ জন। এর মধ্যে শহরের সবুজপাড়ায় অবস্থিত র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ২ জন। এছাড়া ডোমার উপজেলায় ১ নারী ও সৈয়দপুর উপজেলায় ১ জন।
সূত্র মতে, নীলফামারী জেলার ওই ৮ জনের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে করোনা শনাক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।