কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে চলমান সাকার্সের নামে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, সেই অশ্লীল নৃত্যের ভিডিও স্থানীয়ভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। দুই সাকার্সের প্রতিযোগীতামূলক প্রদর্শনীতে দর্শক টানতে অশ্লীল নৃত্যকে প্রাধান্য দিয়েছে আয়োজনকরা। পাশাপাশি এই সাকার্স ঘিরে উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
মঙ্গলবার এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ফুটবল মাঠে ও বড়ভিটা ইউনিয়ন মাদ্রাসা মাঠে দুইটি সাকার্স প্রদর্শন চলছে। গাড়াগ্রামের শরিফাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, আমাদের স্কুলের পাশে দি সজিব সাকার্সের প্যান্ডেল। বেলা আড়াইটা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় তিনটি করে শো চালানো হচ্ছে। বিকট শব্দ আর অশ্লীল নৃত্যে ভরা এই সাকার্স এলাকার পরিবেশ বিনষ্ট করছে।
অপর দিকে বড়ভিটায় চলছে দি লাকী সাকার্স। এই সাকার্স প্যান্ডেলের ধারেই বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। সেখানকার শিক্ষার্থীরাও একই অভিযোগ করেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বলেন, সাকার্স নিয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকরা আমাদের লিখিত কোনও অভিযোগ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।