নীলফামারী প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নীলফামারীর অস্বচ্ছল ৪৮০টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে এক মাসে ২ হাজার করে টাকা দিচ্ছে আরডিআরএস বাংলাদেশ।
প্রতি সপ্তাহে পাঁচ’শ করে চার সপ্তাহে দেয়া হবে এই টাকা। ইতোমধ্যে প্রথম পর্যায়ের পাঁচ’শ করে টাকা দিয়েছে তারা।
সংস্থাটির নীলফামারী রিজিওন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২৪টি শাখার মাধ্যমে ৪৮০টি অসহায় পরিবারকে নির্বাচিত করে এই সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ের দুই লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়েছে এসব পরিবারের মাঝে।
নীলফামারী রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহা বলেন, আরডিআরএস বাংলাদেশ দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সংকটের কথা মাথায় রেখে সংস্থার উদ্যোগে এক মাসে ২ হাজার করে টাকা দেয়া হবে অস্বচ্ছল এই পরিবারগুলোকে। ৪ ধাপে (৪সপ্তাহে) ৯ লাখ ৬০ হাজার টাকা দেয়া হবে পরিবারগুলোকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।