কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাতেও আজ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
দুপুরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ৯টি বিট পুলিশিং শোভাযাত্রা বের হয়। ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। উপজেলা সদরের বিট পুলিশিং শোভাযাত্রাটির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল।
শোভাযাত্রায় নির্যাতন, ধর্ষণ কিংবা নিপীড়ন বিরোধী নানা ধরণের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শত শত সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকেই অংশ নেন৷
উপজেলা সদরে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মফিজুল হক, ইউপি সচিব এনামুল হক, সাব-ইন্সপেক্টর আক্কেল আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক পিকিং চাম্বু গং প্রমুখ।
সমাবেশে বক্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সাধারণ মানুষ যেন ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নেন এবং পুলিশকে ধর্ষণ প্রতিরোধে সহায়তা করেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।