জুমবাংলা ডেস্ক: নীলফামারী জেলার নীলসাগর পর্যটন কেন্দ্রটি গেজেটভুক্তকরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ (১৮ সেপ্টেম্বর) কমিটির ২৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হতে দশম বৈঠকে প্রদত্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং গ্রামীণ লোকজ সংস্কৃতির শত বছরের ঐতিহ্য ”যাত্রাপালা” শিল্পকে টিকিয়ে রাখতে এবং এর উন্নতিকল্পে বাংলাদেশ শিল্পকলা একাডেমির করণীয় ও পরিকল্পনা স্থায়ী কমিটিকে অবহিতকরণ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে সাংস্কৃতিক বলয় নির্মাণ করার লক্ষ্যে পূর্বাচলে ১০ (দশ) একর জমি বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি সারসংক্ষেপ প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা শ্রমিকদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ এবং কিশোরগঞ্জ জেলার সত্যজিৎ রায়ের বাড়িটি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে কুমিল্লা জেলার কিংবদন্তী গীতিকার ও সুরকার মনীষী শচীন দেব বর্মণের বাড়িটি আন্তর্জাতিক মানের একটি সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র এবং মিউজিক্যাল আর্কাইভ গেজেটভুক্তকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কালে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেসকল গৃহীত কার্যক্রমের তথ্য উপাত্তসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগ্রহ ও জাতীয় আর্কাইভসে সংরক্ষণ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিবন্ধিত যাত্রাদল বাংলাদেশের যে কোন অঞ্চলে যাত্রা প্রদর্শন করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অনুমতি দানে সহযোগিতা করতে পত্র প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।