জুমবাংলা ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার ইস্যুতে মোস্তফা সরয়ার ফারুকীর মতামতকে তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সমালোচনা তার ব্যক্তিগত মত।
তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাতকে ছেড়ে দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করে, দুষ্কৃতিকারী যারা, তারাই যেন আইনের আওতায় আসে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রিফিংয়ে ঈদুল আজহা নিয়ে তিনি বলেন, এবার রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না।
সেইসঙ্গে উপদেষ্টা বলেন, সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে। আর মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই পূরণ করতে হবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাস্তা ঘেরাও করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।