নেইমারের সম্পদের পাহাড়, বিস্তারিত জানলে চমকে যাবেন

নেইমারের সম্পদের পাহাড়

সব ধরনের স্পোর্টস প্রোগ্রাম মিলিয়ে উচ্চ বেতন পাওয়া যত খেলোয়াড় এ দুনিয়ায় আছে নেইমার সে তালিকায় অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। এই ব্রাজিলিয়ান তারকা বর্তমানে ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মানের হয়ে মাঠ মাতাচ্ছেন।

নেইমারের সম্পদের পাহাড়

নেইমারের মাসিক বেতন তিন মিলিয়ন ইউরো। মার্কিন ডলার হিসেবে তা ৩.৫ মিলিয়ন হয়। বর্তমানে তিনি বেশ বিলাসবহুল জীবন যাপন করছেন। তার সন্তান, তার স্ত্রী এবং তার বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে তিনি ভালই সময় কাটাচ্ছেন।

নিজের গ্যারেজ এ একের পর এক দামি গাড়ির কালেকশন জামাচ্ছেন তিনি। বন্ধুবান্ধব এবং নিজের প্রেমিকাকে দামি গিফট দেওয়ার ক্ষেত্রে তিনি কখনো কার্পণ্য করেন না।

নেইমারের সবথেকে দামি গাড়ি হচ্ছে Maserati MC12। এই গাড়িটি তিনি ৭৩০ হাজার মার্কিন ডলার দিয়ে ক্রয় করেছেন। তার গাড়ির কালেকশন যে কাউকে হতভম্ব করে দিবে।

একটি সংবাদ রিপোর্ট এ বলা হয় যে এই ব্রাজিলিয়ান তারকা ২০১৬ সালের মধ্যেই ১.২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গাড়ির কালেকশন করতে সক্ষম হয়েছেন। ২০১৬ সাল পর্যন্তই তিনি থেমে নেই। এরপর তিনি গাড়ির সংখ্যা বাড়িয়েছেন এবং বিলাসবহুল জীবনে অতিরিক্ত অর্থ খরচ করছেন।

নেইমার ২৮ মিলিয়ন ডলার সমমূলের ম্যানশন ক্রয় করেছেন। এই বাড়ি রিয়ে-টু-জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তার বিশাল বাড়ির সাথে হেলিকপ্টার রাখার হেলিপ্যাড, টেনিস কোর্ট ও সুইমিংপুল সবকিছুই রয়েছে।

২০১৮ সালে তার ডান পায়ে সার্জারি পরেও তিনি বিলাসবহুল জীবনযাপন থেকে একটুও পিছু হটেননি। তিনি নিজের ব্যক্তিগত জেট এর মাধ্যমে বিশ্ব ভ্রমণ করে বেড়ান। নয় মিলিয়ন ডলার খরচ করে নিজের জন্য এয়ারক্রাফ্ট ক্রয় করেছেন তিনি।

নিরাপত্তার স্বার্থে এই PSG তারকাকে নিজের ঠিকানা চেঞ্জ করতে হচ্ছে। কেননা তার বাড়িতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করা হয়েছিল। তার নতুন ঠিকানা বর্তমানে গোপন রাখা হয়েছে।