ইনজুরি তাকে ছায়ার মতো তাড়া করছে। তবুও মাঠে নামলেই যেন আলো ছড়িয়ে দেন নেইমার। পুরোপুরি ফিট না হয়েও আবারও সেই জাদু দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই সান্তোস ৩-০ গোলে উড়িয়ে দিল জুভেন্তুদেকে।
চোটের সঙ্গে লড়াই যেন নেইমারের নিত্যসঙ্গী। শেষ কয়েক ম্যাচ ধরে তিনি শতভাগ ফিট নন—এমন খবরই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু মাঠে নেমে নেইমার বারবার প্রমাণ করে দিচ্ছেন, ফুটবলার হিসেবে তার ক্লাস আলাদা জায়গার।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাজিলিয়ান সেরি এ-তে দুর্দান্ত এক রাতে সান্তোস ৩-০ গোলে হারায় জুভেন্তুদেকে। ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য বিস্তার করেন নেইমার। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে তিনি প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৬৫ ও ৭৩তম মিনিটে আরও দুইবার বল জালে জড়ালে সম্পূর্ণ হয় তার হ্যাটট্রিক।
ইনজুরি সমস্যার মাঝেও নেইমারের এই পারফরম্যান্স দারুণ উচ্ছ্বাস এনে দিয়েছে সান্তোস শিবিরে। আগের ম্যাচেও স্পোর্টের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোলসহ বড় ভূমিকা রেখেছিলেন তিনি। আর এবার তো একাই লিখলেন জয়ের মহাকাব্য—ত্রিমুকুট গোল করে।
নেইমারের এমন ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করছে, শরীর পুরোপুরি সহযোগিতা না করলেও ক্লাস আর প্রতিভা কখনোই হারায় না। তার এই দাপুটে ফুটবলে আবারও উজ্জ্বল হয়ে উঠছে সান্তোসের জয়ের গল্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



