স্পোর্টস ডেস্ক: বহুদিন পর চেনা জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ কাপের নিয়ম মানতে গিয়ে মেসিকে নিসের বিপক্ষে ম্যাচে ১০ নম্বর জার্সিতে নামিয়েছিল পিএসজি। কিন্তু চেনা জার্সির মেসির দিনেও হার এড়াতে পারেনি প্যারিসের জায়ান্টরা।
নিসের বিপক্ষে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন যাদুকর। ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। পিএসজিতে নিয়মিত ১০ নম্বর জার্সি পরা নেইমার চোটের কারণে দলে ছিলেন না। তাই সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু বিখ্যাত ১০ নম্বর জার্সি পরেও দলকে জেতাতে পারলেন না মেসি।
নিজ মাঠ পার্ক দে প্রিন্সে ফ্রেঞ্চ লিগ কাপের শেষ ষোলোর লড়াইয়ে নিসের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। করোনাকে জয় করে এদিন আবারও মাঠে নেমেছিলেন মেসি। তবে তার ফেরাটা সুখের হয়নি পিএসজির জন্য। নিসের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে এবারের লিগ কাপ থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
Lionel Messi wore PSG's number 10 shirt for the first time in their Coupe de France defeat to Nice 🔟 pic.twitter.com/ltokjsNmLB
— GOAL (@goal) February 1, 2022
ম্যাচ হারলেও সবার নজরে ছিল মেসির ১০ নম্বর জার্সি। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা। বন্ধু নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও তা নেননি মেসি। খেলেছেন তার ক্যারিয়ারের শুরুর দিককার ৩০ নম্বর জার্সি গায়ে।
হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিল উইন্ডিজ, সিরিজ জয়
লিগ কাপের শেষ ৩২ এর ম্যাচেও ছিলেন না পিএসজিতে ১০ নম্বর পরিধানকারী ব্রাজিলিয়ান খেলোয়াড় নেইমার। তখন এই ১০ নম্বর জার্সি পড়েছিলেন জর্জিনিও উইজনাল্ডম।