মিথিলা প্রথমবারের মত যুক্ত হলেন ভারতীয় ওয়েব সিরিজে

মিথিলা

বিনোদন ডেস্ক : কোভিড পজিটিভ হয়ে সম্প্রতি নেগেটিভ হওয়ার খবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপরই এই অভিনেত্রী দিলেন পজিটিভ খবর। জানালেন, এবারই প্রথম যুক্ত হলেন ভারতীয় ওয়েব সিরিজে। তাও আবার জনপ্রিয় সিরিজের নতুন সিজনে। হইচই’র ‘মন্টু পাইলট’র চমক হয়ে আসছেন মিথিলা। এরই মধ্যে শুটিংয়েও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

মিথিলা

মিথিলা বলেন, ‘প্রথম সুখবর করোনা নেগেটিভ হয়েছি। পরিবারের তিনজনই (স্বামী-সন্তান ও নিজে) এখন সুস্থ আছি। পরের সুখবর “মন্টু পাইলট সিজন-২”র শুটিং শুরু করেছি গত ২৭ জানুয়ারি থেকে। চলবে টানা বেশ ক’দিন।’

এবারও সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এবারও মন্টু পাইলট চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। তবে পরিবর্তন এসেছে তার নায়িকাতে। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা।

তিনি আরও বলেন, ‘আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’

আবার এতে অভিনয় নিয়ে খানিকটা দুশ্চিন্তাতেও আছেন এই অভিনেত্রী। তিনি জানান, ‘মন্টু পাইলট’ খুবই জনপ্রিয় সিরিজ। ফলে নতুন সিজনেও সেই ধারা অব্যাহত রাখা জরুরি। নতুন সিজন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। তাই একটা চাপ অনুভব করছেন মিথিলা।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ঐশ্বরিয়া

তবে এই যাত্রায় নিজের চরিত্রের চেয়ে নির্মাতা দেবালয় ও সহশিল্পী সৌরভেই বেশি মুগ্ধ মিথিলা। তার ভাষ্য, ‘সবাই জানেন দেবালয় কতটা মেধাবী নির্মাতা। আর সৌরভ তো অসাধারণ অভিনেতা। সব মিলিয়ে দুজনের সঙ্গে একই টিমে কাজ করে আমি খুবই আনন্দিত।’ মিথিলা জানান, ‘মন্টু পাইলট’র শুটিং শেষ করে চলতি মাসেই তিনি ঢাকায় ফিরবেন।