স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ও বাজে বোলিং এর কারণে বিশ্বের অনেক বোলারই ভাইরাল হয়েছেন। তবে এবার ভালো-খারাপের বাইরে ‘হাস্যকর’ বোলিং করে ভাইরাল হলেন ইউরোপিয়ান টি-টেন ক্রিকেট লিগের রোমানিয়ার পাভেল ফ্লোরিন। তার বোলিং অ্যাকশন রীতিমতো হাসির খোরাক যোজাচ্ছে। এমনকি পাভেল ফ্লোরিনের বোলিং প্রতিপক্ষ ব্যাটসম্যানের মনে একটুও ভীতি সঞ্চার করেনি। খবর জিনিউজের।
ঐ ম্যাচে দেখা যায়, পাভেল ফ্লোরিনের একের পর এক স্লো ডেলিভারিতে ব্যাটসম্যানও কিন্তু বড় শট খেলতে ব্যর্থ হয়েছেন। জানা গেছে, স্পেনে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হয়েছে ইউরোপিয়ান টি-টেন লিগ। এ টুর্নামেন্টে পাভেলের ‘হাস্যকর’ বোলিং অ্যাকশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নয়, সাবেক অজি তারকা মার্ক ওয়াও মন্তব্য করেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।