স্পোর্টস ডেস্ক : সবাইকে চমকে দিয়ে শনিবার ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা দিয়েছে বিরাট কোহলি। মাঝে অবশ্য তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। তার আগে কোহলি নিজেই টি-টোয়ন্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন। কোহলির নেতৃত্ব ছাড়ার পর টুইটারে আবেগী বার্তা দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ।
শেহজাদ লিখেছেন, ‘আপনি যে আবেগের সাথে আপনার দলকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা আপনার অধিনায়কত্বে স্পষ্টভাবে ধরা পড়ত। ৭ বছর ধরে নির্ভীকভাবে নেতৃত্ব দিয়েছেন, উন্নত মানের ক্রিকেট উপহার দিয়েছেন এবং এই খেলার একজন অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন। আগামীর জন্য শুভ কামনা রইলো ব্রো বিরাট কোহলি। কিপ রকিং।’
২০১৫ সালে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কোহলি। এরপর থেকে টেস্ট অধিনায়ক হিসেবে সফলভাবেই দায়িত্ব পালন করছিলেন তিনি। নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শনিবার টুইট বার্তায় কোহলি বলেন, ‘দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ৭ বছর কঠোর পরিশ্রম ও নিরলসভাবে অধ্যবসায় করেছি। আমি সম্পূর্ণ সততার সাথে কাজটি করেছি, সেখানে কিছুই বাদ রাখিনি। প্রতিটি ব্যাপারেই কোনো না কোনো পর্যায়ে থামতেই হবে, ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য এটাই শেষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।