Advertisement
জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার থেকেই মরিচের দাম বাড়তে থাকে এবং গতকাল রবিবার প্রতি কেজি মরিচ বিক্রয় হয়েছে ৪০০ টাকায়।
নজরুল ইসলাম নামে একজন কাঁচা মরিচ ক্রেতা বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে আছেন তারা। আবার কাঁচা মরিচের দাম এভাবে বাড়লে তারা সংসার চালাবেন কীভাবে? কারণ রান্নাতে মরিচ লাগবেই।
নেত্রকোনা শহরের মাছ বাজারের তরকারি বিক্রেতা হাসেম মিয়া গতকাল রবিবার জানান, নেত্রকোনায় উত্তরবঙ্গ থেকে মরিচ আমদানি করতে হয়। বন্যাজনিত কারণে মরিচ আমদানি হচ্ছে না। এজন্য কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। আরও দাম বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
মরিচের আড়তদার মুসলেম মিয়া বলেন, উত্তরবঙ্গ থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে না।
প্রতি পিস ৭ টাকা দরে বাংলাদেশে ঢুকল ভারতের ২ লাখ ৩২ হাজার ডিম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।