জুমবাংলা ডেস্ক: নেপালফেরত বীরকন্যাদের লাগেজ কেটে ডলার, নেপালি অর্থের সঙ্গে তাদের জামাকাপড়ও চুরি হয়েছে । এ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে সমালোচনার ঝড়ে।
মঙ্গলবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকা পৌঁছানোর পর রাতে দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার আবিস্কার করেন, তাঁদের লাগেজ কাটা হয়েছে। কৃষ্ণার লাগেজে ৯০০ ইউএস ডলার (যার মধ্যে সানজিদা আক্তারের ৪০০ ডলার ছিল) আর ৫০ হাজার টাকা ছিল। শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে ৪০০ ইউএস ডলার।
রাতেই বাফুফের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
গতকাল বিমানবন্দর কর্তৃপক্ষ বাফুফেকে জানিয়ে দেয়, তাদের ওখান থেকে লাগেজ অক্ষত অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, ‘ফুটবলারদের লাগেজ তালাবদ্ধ অবস্থায় সংগ্রহ করেছেন বাফুফের প্রটোকল সদস্যরা। অভিযোগ ওঠার পর বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, অক্ষত অবস্থায় বাফুফে সদস্যরা লাগেজ বুঝে নেন। বিমানবন্দর থেকে খোয়া গেছে- এমন কিছু সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহক সেবা) মো. সিদ্দিকুর রহমানও একই কথা বলেন। তাহলে লাগেজ থেকে ডলারগুলো চুরি হলো কীভাবে? দায়টা তো এবার বাফুফের ওপরই এসে পড়ে। তারা বিমানবন্দর থেকে লাগেজ বুঝে নেওয়ার সময় কি ঠিকভাবে পরীক্ষা করে নেননি? নাকি বাফুফে ভবন থেকেই খোয়া গেছে ডলার?
বাফুফে উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন সংবাদ সম্মেলনে বলেন, ‘যে অর্থ খোয়া গেছে, সেটা এই মেয়েদের জন্য অনেক বড়। আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি, তারা তদন্ত করবে বলে জানিয়েছে। শেষ পর্যন্ত যদি অর্থ উদ্ধার না হয়, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা মেয়েদের ক্ষতিপূরণ দেব।’ এরপরই গতকাল মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাফুফে। ডায়েরি নম্বর ১৬৭৭। বাফুফের অপারেশন ম্যানেজার মিজানুর রহমান এই জিডি করেন।
মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মো. নাসিরুল আমিন বলেন, নেপালফেরত ফুটবলারদের অর্থসহ মূল্যবান জিনিস খোয়া গেছে উল্লেখ করে একটি জিডি হয়েছে। জিডি নথিভুক্তের পর তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, জিডি করার আগেই ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়ে এরই মধ্যে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট, এপিবিএন ও র্যাব মাঠে নেমেছে।
ব্যাপক আলোচনার মুখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, কাঠমান্ডু-ঢাকা রুটের বিজি-৩৭২ ফ্লাইটটি মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির ব্যাগেজ ৮ নম্বর ব্যাগেজ বেল্টের মাধ্যমে ২টা ১০ মিনিটে গুরুত্বসহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। এ সময় বাফুফের প্রতিনিধি ও সংশ্নিষ্ট খেলোয়াড়রা লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। বাফুফের প্রতিনিধিরা লাগেজগুলো দুটি কাভার্ড ভ্যানে নিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন অভিযোগ করেন, নেপালফেরত দুই ফুটবলার ছাড়াও বেশ কয়েকজনের লাগেজের তালাও ভাঙা পাওয়া গেছে। দুঃখজনক হলো গতকাল রাত পর্যন্ত কৃষ্ণারা তাঁদের খোয়া যাওয়া অর্থ ফিরে পাননি। কিংবা কোনো তদন্ত সংস্থাই জানাতে পারেনি কোন জায়গা থেকে লাগেজ কাটা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।