নেপালে বিক্ষোভের কারণে কে পি শর্মা অলি সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে জেন-জির প্রতিনিধিরা দেশটির সামরিক বাহিনীর সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন।
এ প্রসঙ্গে বিভিন্ন নাম উঠছে। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এবার অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে তড়িৎ প্রকৌশলী কুন ম্যান ঘিসিং এর নাম শোনা যাচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আন্দোলনকারীরা সরকারপ্রধান নির্বাচনে বিভাজিত। কিছু আন্দোলনকারী দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করতে চাইছেন এবং তাদের একাংশ প্রকৌশলী ঘিসিংকে সমর্থন দিচ্ছেন। ঘিসিংকে আন্দোলন চলাকালে ‘দেশপ্রিয়’ ও ‘সবার পছন্দের’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।
ছাত্রদের সমর্থনের পর প্রথমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা এগিয়ে নেন। তিনি সাময়িকভাবে নতুন সরকার গঠনের কথাও বলেন। অন্যদিকে, বলেন্দ্র শাহ আপাতত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন। তিনি বর্তমানে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এনজিও ‘হামি নেপাল’ প্রাথমিকভাবে বিক্ষোভের আয়োজন করেছিল, যা পরে জেন-জির আন্দোলনে রূপ নেয়।
এ অবস্থায় নেপালে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক হাজার ৩৬৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।